ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ প্রো-কাবাডি লিগে খেলতে গেলেন বাংলাদেশের তারকা খেলোয়াড় শাহ মোহাম্মেদ শাহান। তিনি বর্তমান চ্যাম্পিয়ন হারিয়ানা স্টিলার্সের হয়ে খেলবেন। এ টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় শাহান। গত ৩১ মে এবং ১ জুন অনুষ্ঠিত প্রো-কাবাডির নিলামে শাহানকে ১৩ লাখ রুপিতে কিনে নেয় হারিয়ানা স্টিলার্স। শাহ মোহাম্মেদ শাহান দীর্ঘদিন ধরে বাংলাদেশ কাবাডি দলের একজন নির্ভরযোগ্য সদস্য। এই লিগে শাহানের অংশগ্রহণ শুধু তার ব্যক্তিগত ক্যারিয়ারের জন্যই নয়, বাংলাদেশের কাবাডির আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর জন্যও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ প্রো-কাবাডি লিগে খেলতে গেলেন বাংলাদেশের তারকা খেলোয়াড় শাহ মোহাম্মেদ শাহান। তিনি বর্তমান চ্যাম্পিয়ন হারিয়ানা স্টিলার্সের হয়ে খেলবেন। এ টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় শাহান। গত ৩১ মে...