১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ এএম পিরোজপুরের নাজিরপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ও চাঁদাবাজি, মাদকসহ একাধিক অনিয়মে অভিযুক্ত ইস্রাফিল হাওলাদার জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন তিনি। তার সঙ্গে আরও ৪০-৫০ জন দলীয় অনুসারীও জামায়াতে যোগদান করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ইস্রাফিল হাওলাদার বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। চলতি বছরের ৯ মে জেলা স্বেচ্ছাসেবক দল থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। কারণ হিসেবে বলা হয়, জামায়াতের এক কর্মীর দোকানে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি টানিয়ে তা ‘দলীয় কার্যালয়’ বানানো এবং এলাকায় চাঁদাবাজি ও মাদকের সঙ্গে সম্পৃক্ততা। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল...