বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বুঝতে পেরেছেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসাবে থাকলে যে কোনো সময় বাদ পড়তে পারেন। এমন আশঙ্কা থেকে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হয়ে পরিচালক পদে লড়তে চান তিনি। তাই মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর করা হয়েছে তাকে। তবে অভিভাবকতুল্য আমিনুলের কাছে নিজের জায়গা হারালেও কোনো অভিযোগ নেই আশরাফুলের। শুক্রবার মিরপুর স্টেডিয়ামে আশরাফুল জানালেন, তার কোনো অভিযোগ নেই। একই সঙ্গে এনএসসি থেকে মনোনীত পরিচালক নাজমুল আবেদীন ফাহিমকেও ঢাকা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে যুক্ত করা হয়েছে। তিনিও কাউন্সিলর হবেন। এরপর বিসিবির নির্বাচনে পরিচালক পদে লড়বেন। নাজমুলকে জায়গা দিতে গিয়ে অ্যাডহক কমিটি থেকে বাদ দিতে হয়েছে সাথিরা জাকির জেসিকে। নাজমুল আবেদীনও ক্রীড়া উপদেষ্টার কাছে প্রস্তাব দেন, এনএসসির বাইরে থেকে...