দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে এশিয়া কাপে জমকালো সূচনা করল পাকিস্তান। ওমানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৯৩ রানের বিশাল জয়ে টুর্নামেন্ট শুরু করেছে সালমান আলি আগার দল। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ওপেনার সাইম আইয়ুব শূন্যরানে ফিরলেও দ্বিতীয় উইকেটে মোহাম্মদ হারিস ও শাহিবজাদা ফারহানের জুটিতে ভর করে ঘুরে দাঁড়ায় দল। ফারহান ২৯ রানে আউট হলেও হারিস খেলেন দায়িত্বশীল ইনিংস। করেন ৪৩ বলে ৬৬ রান। শেষ দিকে ফখর জামান অপরাজিত ২৩ রানে ইনিংস গুছিয়ে নেন। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৬০। ওমানের হয়ে শাহ ফয়সাল ও আমির কালীম ৩টি করে উইকেট শিকার করেন।আরো পড়ুন:ওমানকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ল পাকিস্তানটিকিট বিক্রিতে ধোঁয়াশা, ভক্তদের উত্তেজনা তুঙ্গে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে একেবারেই ধ্বসে পড়ে ওমানের...