আগামী কয়েকদিন রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বহু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশালের বেশ কিছু এলাকাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) মতে, দীর্ঘদিনের তীব্র গরমের পরে দেশের দিকে এগিয়ে আসছে আংশিক মৌসুমি বৃষ্টিবলয় ‘ঈশান ২’। তাদের পূর্বাভাস অনুযায়ী ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এই বৃষ্টিবলয় সক্রিয় থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায় আগেভাগেই বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা আছে। তবে মূল বৃষ্টিবলয় পুরো দেশজুড়ে বিস্তার লাভ করলে তাপদাহ কিছুটা কমে আসবে।...