স্কয়ার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘টেকনিক্যাল ম্যানেজার (ফ্যাব্রিক আর অ্যান্ড ডি)’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহীদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৪ সেপ্টেম্বর থেকে এবং আবেদন গ্রহণ চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও উপভোগ করবেন।দেখে নিন স্কয়ার গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫প্রতিষ্ঠানের নাম:স্কয়ার টেক্সটাইলস পিএলসিপদের নাম:টেকনিক্যাল ম্যানেজার (ফ্যাব্রিক আর&ডি)দরজায় কড়া নাড়ছে দূর্গাপূজা, জেনে নিন সময়সূচিপদসংখ্যা:নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা:যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিঅন্যান্য যোগ্যতা:কাপড় গবেষণা ও উন্নয়ন কাজে ভালো জ্ঞান।অভিজ্ঞতা:কমপক্ষে ৮ বছরচাকরির ধরন:চুক্তিভিত্তিককর্মক্ষেত্র:অফিসেপ্রার্থীর ধরন:নারী-পুরুষ (উভয়)বয়সসীমা:সর্বোচ্চ ৩৫ বছরকর্মস্থল:হবিগঞ্জ (শায়েস্তাগঞ্জ)বেতন:২৫ থেকে ৩০ হাজার টাকা (মাসিক)অন্যান্য সুবিধা:প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ীআবেদন যেভাবে:আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতেএখানে ক্লিককরুন।আবেদনের শেষ সময়:২৫ সেপ্টেম্বর ২০২৫...