পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে চান হেদায়াত দান করেন। ’ (সুরা মুদ্দসসির, আয়াত : ৩১) এ আয়াতের মাধ্যমে বুঝানো হয়েছে, আল্লাহ তায়ালা চাইলে সবাইকে হেদায়াত করতে পারতেন, কিন্তু বাস্তবতা হলো, সেটা করলে পরীক্ষার কিছু রইলো না।দুনিয়ার পরীক্ষার জায়গা এখানে কাউকে বাধ্য করে হেদায়াত দান করা হয় না, তবে আল্লাহর পথে চলার আগ্রহ ও আল্লাহর পথকে সুগম করার কাজে যারা এগিয়ে যায়, তাদেরকেই আল্লাহ তায়ালা কাছে টেনে নেন এবং হেদায়াত দান করেন। পবিত্র কোরআনে এ প্রসঙ্গে ইরশাদ হয়েছে, ‘আর যারা আমার পথে জিহাদ করে তথা সর্বাত্মক প্রচেষ্টা চালায়, তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব। আর নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন। ’ (সুরা আনকাবুত, আয়াত : ৬৯) অর্থাৎ, যারা একনিষ্ঠ মনে আল্লাহর পথে চলতে...