যুক্তরাষ্ট্র-মেক্সিকান যুদ্ধের (১৮৪৬-১৮৪৮) ফলাফল হিসেবে যুক্তরাষ্ট্র মেক্সিকোর ভূখণ্ডের একটি বড় অংশ দখল করে নেয়। এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জয়লাভ করে এবং চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ক্যালিফোর্নিয়া, নেভাদা, উটাহ, অ্যারিজোনা এবং নিউ মেক্সিকোর মতো বর্তমান রাজ্যগুলোর অংশ মেক্সিকোর কাছ থেকে লাভ করে। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। আর ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ববহন করে। আজ শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি:১১২৫- ডিউক লোথারিয়াস জার্মানির রাজা হিসেবে অভিষিক্ত হন।১২৫০- ক্রসেড যুদ্ধের ধারাবাহিকতায় খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে ঐতিহাসিক মানসুরিয়ে যুদ্ধ সংঘটিত হয়েছিল।১৫০১- মাইকেল এঞ্জেলো বিখ্যাত ডেভিড মূর্তি নির্মাণ শুরু করেন।১৬০৯- অভিযাত্রী হেনরী হাডসন যুক্তরাষ্ট্রের...