নারীর মনে লুকানো থাকে অনেক চাওয়া-পাওয়া। কিন্তু সেইসব কথা তিনি আপনাকে মুখ ফুটে বলবে না। তাই নিজের সম্পর্ককে শক্ত বাঁধনে বাঁধতে চাইলে প্রেমিকার সব চাহিদা মিটিয়ে ফেলতে হবে। তাই জানুন সম্পর্কের প্রথম বছরে প্রেমিকের কাছ থেকে কী আশা করে প্রেমিকারা নারীরা প্রেমিকের কাছ থেকে নিঃশর্ত ভালোবাসা চান। এটাই তাদের প্রধান চাহিদা। তাই আজ থেকেই প্রেমিকাকে মনে-প্রাণে ভালোবাসার কাজে লেগে পড়তে হবে। তাকে সারাক্ষণ মেসেজ দিন। ফোন করেও ভালোবাসার কথা বলুন। গিফট দেবেন- উপহার পেতে সকলেই ভালোবাসে। আর আপনার প্রেমিকাও নিশ্চয়ই ব্যতিক্রম নন। তাই চেষ্টা করুন নিজের সাধ্যমতো মনের মানুষের জন্য একটা গিফট কেনার। তারপর হাসিমুখে তার হাতে সেই উপহার তুলে দিন। সেই সঙ্গে ভালোবাসার দু-কলি শুনিয়ে দিতে পারলে তো আরও দারুণ। সম্মান দিলেই পাবেন ফেরত- আজকালকার নারীরা স্বাধীনচেতা স্বভাবের হন।...