ইএনআর: অতীতে সীমান্তে আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেওয়ার সময়ে সহিংস আচরণের অভিযোগ রয়েছে। ইইউর সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স এবং ইইউ আশ্রয়প্রার্থীদের প্রতি তাদের আচরণের কী পরিবর্তন এনেছে, তার কি সুনির্দিষ্ট উদাহরণ দিতে পারেন?ব্রুনার: আমাদের বহিঃসীমান্তের কথা বলতে গেলে, এখানে কোনাে যদি-কিন্তু নেই। মানবিক ও মৌলিক অধিকার অবশ্যই রক্ষা করতে হবে। এটিই আমাদের ইউরোপিয়ান করে তুলেছে। বহিঃসীমান্তে ট্যাকনিক্যাল ও অপারেশনাল কাজে সহায়তা দিয়ে ফ্রন্টেক্স সদস্য রাষ্ট্রগুলোকে সহযোগিতা করে থাকে৷ আমরা ফ্রন্টেক্সের ম্যান্ডেট বাড়াতে কাজ করব।ইএনআর: ১০ বছর পর কি ইইউ ভিন্ন কোনো পদক্ষেপের বিষয়ে চিন্তা করছে নাকি বাইরে থেকে নেওয়া সমাধান যেমন আলবেনিয়া, তিউনিশিয়া এমন দেশগুলোতে আশ্রয়কেন্দ্র করে সমাধানের দিকেই এগিয়ে যাবে?ব্রুনার: গঠনগত, টেকসই পরিবর্তন আনতে সহযোগী দেশগুলোর সঙ্গে চুক্তিসহ দ্বিমুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে কমিশন। আমার এটি নিশ্চিত করছি যে আশ্রয়প্রদান, ফেরত পাঠানো এবং...