জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনা চলছে। ৩২ ঘণ্টা পার হলেও গণনা শেষ হয়নি। এদিকে সিনেটের সামনে অপেক্ষা করতে করতে শিক্ষার্থী ক্লান্ত হয়ে পড়েছেন। অনেকেই পাটি নিয়ে এসে শুয়ে-বসে সিনেটে অপেক্ষা করছেন ফলাফলের। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই গণনা শুরু হয়। রাত ১টা পর্যন্ত ৮ কেন্দ্রের ফলাফল গণনা বাকি রয়েছে বলে জানা গেছে। এর আগে হল সংসদের ভোট গণনা করা হয়। সর্বশেষ প্রাপ্ত তথ্যে কেন্দ্রীয় সংসদের ২১টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৩টি কেন্দ্রের ফলাফল গণনা হয়েছে। এখনো ৮ কেন্দ্রের ফলাফল গণনা বাকি রয়েছে বলে জানা গেছে। জাকসু নির্বাচন কমিশন সূত্র জানায়, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনার প্রথম ধাপে নয়টি হলের ভোট গণনা চলছে। হলগুলো হচ্ছে: বেগম সুফিয়া কামাল হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, মীর মশাররফ হোসেন...