দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। গতকাল (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ২১ কেন্দ্রে ভোটগ্রহণ। তবে ভোটগ্রহণের ৩০ ঘণ্টা পার হলেও এখনও ফলাফল প্রকাশ করতে পারেনি জাকসু নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, গতকাল বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। সন্ধ্যা ৭টা থেকে ভোট গণনা শুরু হওয়ার কথা থাকলেও কিছু হল থেকে ব্যালট বাক্স দেরিতে আসে। পরে রাত সোয়া ১০টা থেকে ভোট গণনা শুরু হয়। পাঁচটি ওএমআর পদ্ধতিতে ভোট গণনা করার কথা থাকলেও ছাত্রদলসহ কিছু প্রার্থীর দাবির মুখে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা শুরু করে প্রশাসন। ফলে ভোট গণনা শুরু হতে প্রায় ২০ ঘণ্টা সময় লাগে। অবশেষে সন্ধ্যা ৭টা থেকে শুরু হয় বহুল প্রত্যাশিত জাকসুর কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। ফলাফলের আশায়...