১৭ সমন্বয়কের মধ্যে ৯ জনই বিভিন্ন প্যানেলে যুক্ত হয়ে নির্বাচন করছেন * ছাত্রত্ব না থাকায় নির্বাচন করতে পারছেন না ৫ জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ গঠিত ১৭ জনের সমন্বয়ক কমিটি ছিল। জুলাই আন্দোলন থেকে এই সমন্বয়করা ক্যাম্পাসে পরিচিত মুখ হয়ে উঠেন। আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনে এই সমন্বয়করাই কে কোন পদে, কোন প্যানেলে নির্বাচন করবেন, তা ছিল আলোচিত বিষয়। সাবেক সমন্বয়করা কী একজোট হয়ে এক প্যানেলে নির্বাচন করবেন, নাকি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন-রাকসু নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকেই এ নিয়ে ক্যাম্পাসে ছিল নানা আলোচনা। অনেকের ধারণা ছিল, এই সমন্বয়কদের উদ্যোগে একক কোনো প্যানেল আসতে পারে। তবে সমন্বয়কদের কয়েকজনের রাজনৈতিক পরিচয় প্রকাশ পাওয়ায় এবং নিজেদের মধ্যে ‘বনিবনা’ না হওয়ায়...