নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সাত্তার পদত্যাগের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থী ঐক্য ফোরামের সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক প্রার্থী আহসান লাবিব। শুক্রবার রাতে সিনেট ভবনের নিচে আহসান লাবিব বলেন, মাফরুহি স্যারের পদত্যাগ আসলে গণতন্ত্রপন্থি অবস্থান নয়, বরং গণতন্ত্রবিরোধী আচরণ। তিনজন শিক্ষক আগেই কমিশন থেকে পদত্যাগ করলেও তখন তিনি পদত্যাগ করতে রাজি হননি। অথচ শেষ মুহূর্তে পদত্যাগ করে তিনি আসলে ভিন্ন ইঙ্গিত দিলেন। তিনি ব্যক্তিগতভাবে নির্বাচনের ফল স্থগিত করতে চেয়েছিলেন। কিন্তু কমিশনের অন্য সদস্যরা তা মেনে নেননি বলেই তিনি পদত্যাগ করেছেন। তিনি বলেন, ‘আমরা এতদিন মাফরুহি স্যারকে গণতন্ত্রপন্থি ভাবতাম। কিন্তু আজকে তিনি প্রমাণ করলেন, তিনি গণতন্ত্রবিরোধী।’ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১ হলে অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচনের ভোটগ্রহণ। প্রথমে ওএমআর মেশিনে ভোট গণনা হবে...