নবীজি (সা.)-এর জীবনের প্রতিটি অধ্যায়ে আমাদের জন্য শিক্ষা রয়েছে। তার প্রতিটি হাসি, প্রতিটি অশ্রুর ফোঁটা, গৃহীত সিদ্ধান্ত, প্রতিটি নীরবতা, এমনকি জীবনের ক্ষুদ্রাতিক্ষুদ্র ঘটনাও আমাদের জন্য বহন করে চিরন্তন বার্তা। তার হিজরতেও আমাদের জন্য রয়েছে অনেক শিক্ষা। সাড়ে চৌদ্দ শতাব্দী অতিক্রম করেও আজ পর্যন্ত তার জীবনের প্রতিটি দিক জীবন্ত, অক্ষয় ও প্রাসঙ্গিক। কারণ তার আদর্শ কোনো কল্পনা নয়, কোনো তাত্ত্বিক চিন্তায় আবদ্ধ নয়, বরং বাস্তব জীবনের পরীক্ষিত ও পরিশীলিত ফল। এ কারণেই পৃথিবীর প্রতিটি কোণে, প্রতিটি যুগে তার জীবনের বিভিন্ন দিক গবেষণায় এসেছে। এভাবে আসতে থাকবে। হিজরত নবীজির জীবনের এক অবিস্মরণীয় ঐতিহাসিক ঘটনা। এটি শুধু এক শহর থেকে আরেক শহরে যাওয়ার নাম নয়, বরং ইমান ও আকিদা রক্ষার জন্য দেওয়া এক মহান ত্যাগ। মক্কার নির্যাতন ও অন্ধকার ছেড়ে মদিনার আলোয় যাত্রা...