ডাকসুতে যা বাতাস হিসেবে দেখা গিয়েছিল, জাকসুতে তা ঝড় হিসেবে আবির্ভূত হলো। ডাকসুতে ছিল গুঞ্জন আর জাকসুতে হলো বর্জন। দীর্ঘদিন পরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে, আগ্রহ ও কৌতূহলের সীমা ছিল না। আলোচনা এমন পর্যায়ে গিয়েছে যে কারও কাছে মনে হতেই পারে, ছাত্র সংসদ নির্বাচনকে শুধু ছাত্রদের বিষয় হিসেবে দেখা হচ্ছে না। যদিও ছাত্ররাজনীতি বন্ধের কথা মাঝে মাঝেই উচ্চারিত হয়। কিন্তু দিন শেষে প্রমাণিত হয়, ছাত্ররাজনীতি বন্ধের বিষয়টিই একটি উচ্চমার্গের রাজনীতি। ছাত্ররা দেশের সচেতন অংশ কিন্তু তারা রাজনীতি করতে পারবে না এভাবে কেন ভাবেন তারা? তারা চান সমাজবিমুখ এমন প্রজন্ম তৈরি করতে, যারা শুধু নিজেদের ভবিষ্যৎ প্রতিষ্ঠা নিয়েই ভাববে। তারুণ্য যেন সমাজ সচেতন না হয়, তাদের উচ্ছলতা থাকুক কিন্তু ভাবুক শুধু নিজেকে নিয়ে। বাংলাদেশে বারবার শাসকরা নিজেদের অনুগত ছাত্র...