ম্যানচেস্টারে ইতিহাস রচনা করল ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল সল্টের ব্যাটে ভর করে প্রথমবারের মতো ৩০০ রানের গণ্ডি পেরোল তারা। ২০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩০৪ রান ২ উইকেটে। ইংল্যান্ডের হয়ে ইনিংসের নায়ক ওপেনারফিল সল্ট। মাত্র ৬০ বলে অপরাজিত ১৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি, যা ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ৩৯ বলে সেঞ্চুরি তুলে নিয়ে ভেঙে দেন লিয়াম লিভিংস্টোনের আগের রেকর্ড (৪২ বলে সেঞ্চুরি, পাকিস্তানের বিপক্ষে, ২০২১)। সল্টের ইনিংসে ছিল ১৫ চার আর ৮ ছক্কা। শুরুতে ধ্বংসাত্মক ব্যাটিং করেন অধিনায়কজস বাটলার। মাত্র ৩০ বলে ৮৩ রান করে আউট হন তিনি। সল্টের সঙ্গে তার জুটি ছিল ৭.৫ ওভারে ১২৬ রানের। এরপর জ্যাকব বেথেল (২৬) আর হ্যারি ব্রুক (অপরাজিত ৪১) ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন। দক্ষিণ আফ্রিকার সব...