আওলাদে রাসুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ) বলেছেন, ইসলামকে সুদৃঢ় করতে নফসের সঙ্গে জিহাদ করতে হবে। এর জন্য দরকার সিলসিলা। নফসের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে বড় পরীক্ষা। এ পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। ঘোড়ার লাগাম সুদৃঢ়ভাবে না ধরলে যেমন ঘোড়া সঠিকভাবে দৌড়াতে পারবে না, তেমনি যদি সঠিক প্রস্তুতি না থাকে তবে পরীক্ষায় উত্তীর্ণ হবো না। সুতরাং আমাদের বড় জিহাদ মোকাবিলায় আমাদের প্রস্তুতির বড় অংশ হচ্ছে তাওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামীনের কাছে গুনাহ মাফ চাওয়া। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ময়দানে জুমা নামাজ শেষে উপস্থিত লাখো মুসল্লির উদ্দেশ্যে আওলাদে রাসুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ) সিলসিলাহ্ কার্যক্রম পরিচালনার পর তার বয়ানে একথাগুলো বলেন। তার ইমামতিতে আরও দুজন আওলাদে রাসূল সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ)...