ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল সংসদ নির্বাচনের শীর্ষ ৫৪ পদের ৫৩টিতে জয় পেয়েছেন ‘স্বতন্ত্র’ প্রার্থীরা; একটিতে জয় পেয়েছেন ছাত্রদল মনোনীত প্রার্থী। তবে ‘স্বতন্ত্র’ হিসেবে জয় পাওয়া ‘অধিকাংশ’ প্রার্থীকে নিজেদের নেতাকর্মী দাবি করেছে ইসলামী ছাত্রশিবির। এবার ১৮টি হল সংসদেরর মধ্যে প্যানেল দেয় শুধু ছাত্রদল। এর বাইরে জগন্নাথ হলে ‘শহীদ জগৎজ্যোতি ব্রিগেড নামে প্যানেল দিয়েছিল ছাত্র ইউনিয়ন (মেঘমল্লার–মাঈন)। তবে শীর্ষ পদগুলোতে তারা জয় পায়নি। প্রতিটি হল সংসদে ১৩টি করে পদে নির্বাচন হয়েছে। ১৮টি আবাসিক হলে ভিপি, জিএস, এজিএসসহ মোট পদ ২৩৪টি। এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১ হাজার ৩৫ জন। এর মধ্যে ভিপি (সহসভাপতি), জিএস (সাধারণ সম্পাদক) ও এজিএস (সহসাধারণ সম্পাদক) পদ ছিল ৫৪টি। ফল বিশ্লেষণে দেখা যায়, শুধু জগন্নাথ হলের ভিপি পদে ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থী জয় পেয়েছেন। বাকিগুলো গেছে ‘স্বতন্ত্র’ প্রার্থীদের দখলে।...