জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর ২৯ ঘণ্টা পার হয়েছে। দীর্ঘ সময়েও ভোট গণনা শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। শুক্রবার রাত ৮টায় হল সংসদের ভোট গণনা শেষ হয়। ৮টার পর শুরু হয় জাকসুর ভোট গণনা। এতে ২৫টি পদে প্রার্থীদের ভোট গণনা হচ্ছে। এদিকে নির্বাচন কমিশন একাধিকবার ফল ঘোষণার সময় দিয়েও তা রাখতে ব্যর্থ হয়েছে। ভোট গণনায় ধীরগতি এবং ঘোষিত সময়ে ফল প্রকাশ করতে না পারায় প্রার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে নির্বাচন স্থগিত করার চেষ্টা চলছে-এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। ওই খবরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রার্থী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। তারা সিনেট ভবনের নিচে অবস্থান নিয়ে দ্রুত ফল প্রকাশের দাবি জানিয়ে স্লোগান দেন। নির্বাচন বানচাল করার চেষ্টা চালালে আন্দোলনে...