ওমানকে হারিয়ে ২০২৫ এশিয়া কাপে দুর্দান্ত শুরু পাকিস্তানের। শুরুতে ব্যাট হাতে মোহাম্মদ হারিসের ফিফটির পর, বল হাতে ঝলক দেখান সাইম আইয়ুবরা। তাতে ৯৩ রানের বিশাল জয় পায় সালমান আলী আগার দল। শুক্রবার (১২ সেপ্টেম্বর) এ-গ্রুপের ম্যাচে ওমানের মুখোমুখি হয় পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৬৭ রানেই গুটিয়ে যায় ওমান। এদিন আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন মোহাম্মদ হারিস। ৪৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় ইনিসটি সাজান এই উইকেটরক্ষক ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ বলে ২৯ রান করেন ওপেনার শাহিবজাদা ফারহান। এ ছাড়া ফখর জামান ১৬ বলে ২৩ এবং মোহাম্মদ নাওয়াজ ১০ বলে ১৯ রান করেন। ওমানের হয়ে...