শরৎ মানেই শারদীয় দুর্গাপূজা। উৎসবমুখর পূজার পাঁচ দিনের সাজপোশাকে থাকে নতুনত্ব ও ভিন্নতা। ষষ্ঠী থেকে দশমী এই পাঁচ দিনে কোন ধরনের পোশাক পরবেন, কীভাবে সাজবেন, কোথায় ঘুরতে যাবেন তা নিয়ে থাকে নানা পরিকল্পনা। বিভিন্ন ফ্যাশন হাউজ পূজার পোশাকে ভিন্ন ভিন্ন নকশা করেছে। কোনো ডিজাইনার নকশায় ব্যবহার করেছেন পূজার নানা ফুল, কেউ গুরুত্ব দিয়েছেন আরামদায়ক কাপড়ে, কোনো ডিজাইনার পোশাকে ক্ল্যাসিক লুক-এর সঙ্গে রেট্রো লুক-এর সমন্বয় করেছেন। পূজার পোশাকের হালচাল জানিয়েছেন মোহসীনা লাইজু এ বছরও পূজার সময়টাতে গরম থাকবে। তাই হালকা ও আরামদায়ক পোশাক পরে প্যান্ডেলে ঘুরতে হবে। পোশাক কেনার সময় এই বিষয়টি মাথায় রাখা জরুরি। ষষ্ঠী : পূজার পাঁচ দিনই অনেকে শাড়ি পরতে পছন্দ করেন না। বিশেষ করে ষষ্ঠীর দিন অনেকেই একটু সাদামাটা থাকেন। তারা শাড়ির পাশাপাশি বেছে নিতে পারেন ট্র্যাডিশনাল...