সামনে মুক্তি পাচ্ছে ‘জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। এর মধ্যে গত বুধবার উন্মোচন করা হলো সিনেমাটির ট্রেলার। এ সময় উপস্থিত ছিলেন তিন অভিনেতা অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি এবং সৌরভ শুক্লা। এই অনুষ্ঠানের মাঝেই এক সাংবাদিক অক্ষয়কে প্রশ্ন করেন, ছবিতে কি কানপুর শহরের ‘গুটখা’ সংস্কৃতি তুলে ধরা হয়েছে? সে প্রসঙ্গে তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও মতামত কী? জম্মুতে জব্দ করা হলো অক্ষয়ের গাড়ি, লন্ডনের রাস্তায় ভক্তের ওপর চড়াও অক্ষয়, কেড়ে নিতে গেলেন মোবাইল কিন্তু সাংবাদিক মাঝপথে বাধা দেওয়ার চেষ্টা করলে অক্ষয় রীতিমতো মেজাজ হারান। রসবোধের সঙ্গে তীক্ষ সুরে বললেন, ‘ইন্টারভিউটা আমার না আপনার? আপনি আমার মুখে কথা ঢোকাবেন না... আমি বলছি, গুটখা খাওয়া খারাপ, ব্যস।’...