সমাজে তরুণ-তরুণীদের একটি বড় অংশের মনে এ প্রশ্ন ঘুরপাক খায়, ‘আমি এত দিনেও কেন বিয়ে করতে পারলাম না? আল্লাহ কি আমার ওপর অসন্তুষ্ট?’ বিশেষ করে যখন বয়স কিছুটা বেড়ে যায় বা আশপাশের সবাই ঘর বাঁধতে শুরু করে, তখন এই অস্থিরতা ও হতাশা আরও বাড়ে। অথচ ইসলামি দৃষ্টিকোণ থেকে বিষয়টি এত নেতিবাচক নয়, বরং এতে রয়েছে নানারকম প্রজ্ঞা ও আল্লাহর রহমত। প্রথমেই মনে রাখতে হবে, এখনো অবিবাহিত থাকা মানেই আপনার মধ্যে কোনো ত্রুটি আছে, তা নয়। মানুষকে আল্লাহ ভিন্ন ভিন্ন গুণ ও বৈশিষ্ট্যে সৃষ্টি করেছেন। কারও উচ্চতা কম, কেউ লাজুক, কারও আবার শারীরিক কোনো সমস্যা থাকতে পারে। সমাজে বিবাহিত দম্পতিদের দিকে তাকালে দেখা যাবে, বাস্তব জীবনের সম্পর্কগুলো কখনো সমাজের বানানো সৌন্দর্যের মানদণ্ডে গড়ে ওঠে না। বিয়ে হতে পারে যেকোনো বয়সে, যেকোনো...