অনেক শিশু-কিশোর আছে বারবার পড়ার পরও পড়া মনে রাখতে পারে না। সেসব শিশু-কিশোরের জন্য কিছু উপায় আছে। যেগুলো মেনে চললে পড়া মনে রাখা সহজ হবে। শুধু মাথা খাটিয়ে পড়াশোনা করলেই হবে না। সারা দিনের মধ্যে কিছুটা সময় বের করে শরীরচর্চাও করতে হবে। মাঠে গিয়ে খেলাধুলা করার সুযোগ না থাকলে সাইক্লিং, সুইমিং কিংবা ডান্সিংয়ের সঙ্গে যুক্ত করা যেতে পারে। তাতে মনোযোগ বাড়বে। মস্তিষ্কের বিভিন্ন প্রকোষ্ঠে অক্সিজেনও পৌঁছবে। পাঠ্যবই মনে রাখার সহজ কৌশল হলো কুইজ। একই জিনিস বারবার পড়েও ছোটদের মনে থাকে না। তবে কুইজের মতো করে পাঠ্যবই বিষয়বস্তু বুঝিয়ে দিতে পারলে তা সহজে ভোলার কথা নয়। আগের দিন রাতের পড়া পরের দিন সকালে মনে করতে খুব বেশি বেগ পেতে হবে না। একটানা অনেকক্ষণ পড়াশোনা করলে ছোটদের মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়তে পারে।...