দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের চতুর্থ ম্যাচে স্বপ্নের শুরু করল পাকিস্তান। মোহাম্মদ হারিসের ঝলমলে হাফ–সেঞ্চুরির পর বোলারদের সম্মিলিত দাপটে ওমানকে ৯৩ রানে উড়িয়ে দিল বাবরবিহীন সবুজ জার্সিধারীরা।টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে তোলে ১৬০/৭। ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য হাতে ফেরেন ওপেনার সাইম আইয়ুব। তবে সেখান থেকে ইনিংস সামলান হারিস ও সাহিবজাদা ফারহান। দুজনের জুটিতে আসে ৮৫ রান। ফারহান রান–এ–বল ২৯ করে বিদায় নিলেও হারিস খেলেন ম্যাচসেরা ৬৬ রানের ইনিংস (৪৩ বলে ৭ চার, ৩ ছক্কা)।মাঝে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও ফখর জামান (অপরাজিত ২৩ বলে ২৩) ও মোহাম্মদ নওয়াজ (১০ বলে ১৯) দলের সংগ্রহ লড়াকু অবস্থায় নিয়ে যান। ওমানের হয়ে আমির কালিম ও ফয়সাল তিনটি করে উইকেট নেন।১৬১ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই চাপে পড়ে ওমান। মাত্র...