১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর থেকে আশুলিয়া, সাভার, গাজীপুরসহ আশপাশের এলাকার গার্মেন্ট শ্রমিকরা বেতন, বোনাস, সুযোগ-সুবিধা ইত্যাদির দাবিতে সড়ক অবরোধ করে একের পর এক আন্দোলন চালিয়ে যাচ্ছে। কথা নাই, বার্তা নেই, হুট করেই বিভিন্ন গার্মেন্ট কারখানার শ্রমিকরা দাবি-দাওয়া আদায়ে সড়ক অবরোধ ভয়াবহ জনদুর্ভোগ সৃষ্টি করছে। শুধু গার্মেন্ট কারখানার শ্রমিকরাই নয়, বিভিন্ন সংগঠনও সড়ক-মহাসড়ক অবরোধ করে ঘন্টার পর ঘন্টা চরম জনদুর্ভোগ সৃষ্টি করছে। গত বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় চার ঘন্টা এয়ারপোর্ট রোডের কুড়িল ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রবেশ পথ ইউরোজোন ফ্যাশন নামে একটি গার্মেন্ট কারখানার প্রায় ৫০০ থেকে ৬০০ শ্রমিক অবরোধ করে রাখে। এতে ময়মনসিংহ, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার...