১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম নেপালের বিপক্ষে দ্’ুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে গিয়ে টানা তিন দিন কাঠমান্ডুর টিম হোটেলে অবরুদ্ধ থাকার পর বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গতপরশু রাজধানীর কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে নেমেই যার যার ক্লাবে চলে যান জাতীয় দলের জামাল ভূঁইয়ারা। তথ্যটি নিশ্চিত করে দলের ম্যানেজার আমের খান বলেন, ‘ঢাকায় পৌঁছেই ফুটবলাররা নিজ নিজ ক্লাব চলে গেছে। তবে জামাল ভূঁইয়া বিশ্রামের জন্য কয়েকদিন ছুটি চেয়েছে, হয়তো আমরা তার ছুটি মঞ্জুর করবো।’জাতীয় দলের পরবর্তী ক্যাম্প নিয়ে আমের খান বলেন, ‘আগামী ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের খেলা রয়েছে বাংলাদেশ দলের। তার আগে ফের জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। তখন আবার খেলোয়াড়রা ক্যাম্পে ফিরিবে।...