১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেবেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে তিনি কোন ক্যাটাগরিতে নির্বাচন করবেন, তা এতো দিন স্পষ্ট ছিলনা। অবশেষে নিশ্চিত হওয়া গেছে বুলবুল কোথা থেকে কাউন্সিলর হবেন। কিছুদিন আগে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি ঘোষণা করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সেই কমিটিতে সদস্য হিসেবে ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তবে গতকাল নতুন এক বিজ্ঞপ্তিতে এনএসসি জানিয়েছে, আশরাফুলের পরিবর্তে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটিতে যুক্ত করা হয়েছে জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। যার অর্থ হলো ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিসিবি নির্বাচনে যে কাউন্সিলর পাঠানো হবে, সে জায়গাটায় অনায়াসে নাম উঠে যাবে...