১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম টসের সময় রাসেল আর্নল্ড যখন বললেন ‘গা গরমের ম্যাচ’, খানিকটা আপত্তিই জানালেন লিটন কুমার দাস। বাংলাদেশ অধিনায়ক বললেন, এই ধরনের টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই তাদের কাছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচেও পড়ল সেটিরই প্রতিফলন। মাঝারি রান তাড়ায় আক্রমণাত্মক ব্যাটিংয়ের তাড়া দেখা গেল না লিটন ও তাওহীদ হৃদয়ের ব্যাটিংয়ে। গতিময়তার পথে না ছুটে নিয়ন্ত্রিত ব্যাটিংয়ের কৌশল বেছে নিলেন দুজন। দল পেল প্রত্যাশিত বড় জয়ের দেখা। গতপরশু রাতে আবু ধাবিতে হংকংকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করল বাংলাদেশ।শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করে হংকং ২০ ওভারে তোলে ১৪৩ রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ, তানজিম হাসান ও রিশাদ হোসেন। তবে গতি, বাউন্স আর আগ্রাসন মিলিয়ে সেরা...