১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আগামী সোমবার থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের খেলা। ছেলেদের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই আজ কলম্বো রওনা হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা ও নেপাল। ‘বি’ গ্রুপে খেলছে ভারত, পাকিস্তান, ভুটান ও মালদ্বীপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে। ২১ সেপ্টেম্বর স্বাগতিকদের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে লাল-সবুজরা। সাফ অনূর্ধ্ব-১৭ চাম্পিয়নশিপের শিরোপা জেতার লক্ষ্যে গত দেড় মাস ধরে যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে নিজেদের প্রস্তুত করেছেন লাল-সবুজের কিশোর ফুটবলাররা। টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল মতিঝিলের বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। খেলোয়াড়েরা কঠোর...