১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে সাপে কামড়ানো রোগীর চিকিৎসার ওষুধ ‘অ্যান্টিভেনম’ নেই। অথচ, বিশেষজ্ঞদের মতে, মে থেকে সেপ্টেম্বরÑ এই মাসগুলোতে সাপে কাটার ঘটনা ঘটে বেশি। এ সময়ে বিষধর সাপেরা নিজেদের বাসস্থান ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে। কিন্তু আশঙ্কাজনক বিষয় হলো দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে বর্তমানে সাপে কাটা রোগীর জন্য অ্যান্টিভেনম মজুদ নেই। ফলে ঠিক সময়ে চিকিৎসা না পেয়ে সাপে কাটা অনেক রোগীর প্রাণহানি আশঙ্কাও বাড়ছে। তাই, এই সময় উপজেলা ও জেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রাখা প্রয়োজন। একইসঙ্গে সাপে কাটা রোগীর চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অতি দ্রুত সরকারি হাসপাতালগুলোতে অ্যান্টিভেনমের মজুদ বৃদ্ধি করা হবে।...