এর আগে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তান ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান করে সালমান আঘার দল। ওয়ান ডাউনে নামা মোহাম্মদ হারিসের ঝোড়ো ব্যাটিংই মোটামুটি একটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে সহায়তা করে পাকিস্তানকে। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই সাইম আইয়ুবের উইকেট হারায় পাকিস্তান। এরপর সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ হারিস মিলে ৮৫ রানের বড় একটি জুটি গড়ে তোলে। ২৯ বলে ২৯ রান করে আউট হয়ে যান সাহিবজাদা ফারহান। ৪৩ বলে ৬৬ রান করেন হারিস। ৭টি বাউন্ডারির সঙ্গে ছিল ৩টি ছক্কার মার। ফাখর জামান ১৬ বলে ২৩ রানে ছিলেন...