এশিয়া কাপের প্রথম ম্যাচেই শক্তির প্রমাণ দিল পাকিস্তান। ব্যাট-বলে দাপুটে পারফরম্যান্সে ওমানকে রীতিমতো উড়িয়ে দিয়ে ৯৩ রানের বিশাল জয় তুলে নিয়েছে সালমান আগার দল। ১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই ছন্নছাড়া হয়ে পড়ে ওমানের ইনিংস। অভিজ্ঞ জতিন্দর সিং, আমির কলিম কিংবা অধিনায়ক জিশান মাকসুদ কেউই পাকিস্তানের আগুনঝরা বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। শাহীন শাহ আফ্রিদি, আবরার আহমেদ ও ফাহিম আশরাফ শুরুতেই প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ছিন্নভিন্ন করে দেন। একমাত্র হাসান মির্জাই কিছুটা লড়াইয়ের আভাস দেন, ২৩ বলে ২৭ রান করে। বাকিরা ছিলেন কেবলই মাঠের দর্শক। পাকিস্তানের বোলারদের দাপটে একে একে ভেঙে পড়ে ওমানের প্রতিরোধ। শেষ পর্যন্ত মাত্র ৬৭ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস, নিশ্চিত হয় পাকিস্তানের দাপুটে জয়। সাইম, মুকিম ও ফাহিম নেন দুটি করে উইকেট, আর শাহীন, আবরার ও নেওয়াজের ঝুলিতে...