জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে দেশ ও বিদেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র নেতারা। শুক্রবার, (১২ সেপ্টেম্বর ২০২৫) পৃথক দুটি অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এবং ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এ অভিযোগ করেন। তারা বলেন, একটি গোষ্ঠী নির্বাচন ঠেকানোর জন্য নতুন নতুন বয়ান দিচ্ছে, অন্যদিকে ‘পলায়নকৃত স্বৈরাচার’ ও ‘দেশবিরোধী শক্তি’ গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে ঐক্যবদ্ধ হচ্ছে। প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারকে পুনর্বাসন করা হতে পারে: জাহিদ হোসেন নির্বাচন নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত না হলে ‘আধিপত্যবাদীরা’ সুযোগ পাবে: শামসুজ্জামান দুদু প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজন থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিইএব) নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে...