১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম তারুণ্যের উৎসবের অংশ হিসাবে বালক ও বালিকাদের স্কেটিংয়ে স্বর্ণপদক জিতেছে আরাদ্ধা ও মাসনুন আলম মারিয়া। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল বগুড়ার ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত বালিকাদের ৬ থেকে ৮ বছর বিভাগে আরাদ্ধা, ৮ থেকে ১০ বছর বিভাগে সাফনুন আলম মারিয়া, ১০ থেকে ১২ বছর বিভাগে সারওয়াত শাহেদ ¯েœহা, ১২ থেকে ১৪ বছর বিভাগে মায়মুনা হাসান নাবা স্বর্ণপদক জিতে নেয়। বালকদের গ্রুপে ৬ থেকে ৮ বছর বিভাগে সামিউল ইসলাম দিগন্ত এবং ৮ থেকে ১০ বছর বিভাগে মাহমুদ হাসান স্বর্ণপদক জিতেছে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কেটিং ফেডারেশনের সাধারণ...