নির্বাচন কমিশনের ‘কয়েকজন সদস্যের ছত্রছায়ায়’ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে ‘ঘৃণ্য অপপ্রচার’ ও নির্বাচনী অনিয়মের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। বিবৃতিতে বলা হয়, ‘আমরা অত্যন্ত ক্ষোভের সাথে জানাচ্ছি যে, গত ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০ টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে ছাত্রদলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য তথ্য প্রকাশ করা হয়। একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্য ও অনলাইন এক্টিভিস্টরা সেটি ফলাও করে প্রচার (ভাইরাল) করে। ‘অথচ বাস্তবতা হচ্ছে এই যে, ঐসময় রিটার্নিং অফিসারগণের তত্ত্বাবধানে শুধুমাত্র ব্যালটবাক্স সহ অন্যান্য সরঞ্জামাদি পাঠানো হয়। ব্যালট পেপার বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনের দিন অর্থাৎ পরদিন সকাল ৮.৩০ এর দিকে। এ ধরণের ঘৃণ্য মিথ্যাচারের মাধ্যমে নির্বাচনের আগেই ছাত্রদলকে কোনঠাসা করে ফেলা হয়। এই বিশেষ রাজনৈতিক দল যদিও মুখে...