ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারা যাওয়া চ্যানেল এস টেলিভিশনের সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের খোঁজখবর নিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং জিএস এস এম ফরহাদ। এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।এ ছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে এই পরিবারের হাতে দুই লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। একই সঙ্গে ছাত্রশিবিরের পক্ষ থেকে ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এম এম ফরহাদসহ অন্যরা।শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান ডাকসুর জিএস এম এম ফরহাদ।পোস্টে এস এম ফরহাদ বলেন, ‘ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল...