বাংলাদেশে গত কয়েক বছর ধরে একটি সাধারণ অভিযোগ হচ্ছে— “বৃষ্টি হচ্ছে প্রচুর, কিন্তু গরম কেটে যাচ্ছে না।” মুষলধারে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত, দিনভর আর্দ্রতা, রাতের ঘুম বিঘ্নিত— এসব ঘটনা যেন নিয়ম হয়ে গেছে। মানুষের স্মৃতিতে থাকা “শীতের কাঁথার অনুভূতি আজ প্রায় হারিয়ে যেতে বসেছে। আগের সময় বৃষ্টি পড়লে পরিবেশ শীতল হতো, কাশফুলের গন্ধ, কুয়াশা, শুকনো হাওয়া অনুভব করা যেত, কিন্তু এখন সেই পরিবর্তন পাওয়া যায় কমই। এর কারণ কি শুধু ঋতু পরিবর্তন? নাকি তার পেছনে মূল চালিকাশক্তি হচ্ছে- জলবায়ু পরিবর্তন, নগরায়ণ ও অন্যান্য? নিচে বিশ্লেষণ করা হলো— কেন “বৃষ্টি হলেও গরম কাটছে না” এবং এর সঙ্গে যুক্ত কারণ-প্রভাব। বাংলাদেশে প্রচলিত আছে ছয়টি ঋতু: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। গ্রীষ্মপূর্ব; তবে সাধারণের চোখে দুই-তিনটি ঋতু ছাড়া বাকিগুলো আগের মতো তেমন...