বড় জয়ে এশিয়া কাপ টি-টুয়েন্টি ২০২৫ আসর শুরু করেছে পাকিস্তান। মোহাম্মদ হারিসের ফিফটিতে ১৬০ রানের পূঁজি পেয়েছিল পাকিস্তান। পরে বোলিং তোপে ওমান গুটিয়ে ৯৩ রানে জয় তুলে নিয়েছে সালমান আঘার দল। দুবাইতে টসে জিতে আগে ব্যাটে নামে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৬০ রান তোলে দলটি। জবাবে নেমে ১৬.৪ ওভারে ৬৭ রানে গুটিয়ে যায় ওমানের ইনিংস। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেছেন মোহাম্মদ হারিস। ৭ চার ও ৩ ছক্কায় ৪৩ বলে ৬৬ রান করেছেন এই ব্যাটার। ওপেনার সাহিবজাদা ফারহান ২৯ বলে ২৯ রান করেন। ফখর জামান ১৬ বলে ২৩ এবং মোহাম্মদ নেওয়াজ ১০ বলে ১৯ রান করেন। ওমান বোলারদের মধ্যে আমির কালিম ও শাহ ফয়সাল ৩টি করে উইকেট নেন। জবাবে নেমে ওমান...