১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম জাহাজ নির্মাণ শিল্পে দেশের উন্নতির বিরাট সুযোগ রয়েছে। যথাযথ পরিকল্পনা গ্রহণ করে এগিয়ে গেলে এটি কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা অর্জনের বিরাট সেক্টরে পরিণত হতে পারে। পোশাক শিল্পের পাশাপাশি জাহাজ নির্মাণ শিল্প হতে পারে রপ্তানি আয়ের আরেক দিগন্ত। এ খাতের সফলতা দেশের অর্থনীতিতে আনতে পারে বিরাট এক অগ্রগতি। অপার সম্ভাবনার এই সুযোগকে আজ কাজে লাগাতে হবে। এই শিল্পের সফলতার জন্য সরকারসহ সবাইকে সর্বাত্বক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।জাহাজ নির্মাণ শিল্প স্থাপন করতে হলে দেশে নদী-সাগরের ব্যাপক উপস্থিতি থাকতে হয়। পৃথিবীর ৪৪টি দেশ স্থলবেষ্টিত, যাদের ভূখ-ের সাথে সাগর নেই। অস্ট্রিয়া, মঙ্গোলিয়া, আজারবাইজান, আফগানিস্তান, আর্মেনিয়া, ইথিওপিয়া, কাজাখাস্তান, কিরগিজস্থান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কিমেনিস্তান, বলিভিয়া, বেলারুশ, নেপাল, ভুটান, হাঙ্গেরি, সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্র, সার্বিয়া, মালি,...