শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। কিন্তু সেই ধারা অব্যাহত রাখতে পারেনি। শেষ দিকে ব্যাটিং ব্যর্থতায় মাঝারি পুঁজি দাঁড় করিয়েছিল পাকিস্তান। ব্যাটারদের ব্যর্থতার মাশুল দিতে দেননি বোলাররা। সুফিয়ান মুকিম-সাইম আইয়ুবদের স্পিনঘূর্ণির সঙ্গে ফাহিম আশরাফদের পেস ভ্যারিয়েশনে নাস্তানাবুদ হয়েছে ওমানের ব্যাটাররা। যোগ দিয়েছিল যাওয়া-আসার মিছিলে। এতে বড় ব্যবধানে জয় দিয়ে আসর শুরু করল পাকিস্তান। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬০ রানের পুঁজি দাঁড় করায় পাকিস্তান। জবাব দিতে নেমে ১৬.৪ ওভারে সবগুলো উইকেট হারিয়ে মোটে ৬৭ রান তুলতে পেরেছে ওমান। পাকিস্তান জয় পেয়েছে ৯৩ রানের বড় ব্যবধানে। রান তাড়ায় নেমে প্রথমেই ধাক্কা খায় ওমান। ৩ বলে ১ রান করে ফিরে যান ওপেনার যতিনদার সিং। এরপর দ্বিতীয় আর তৃতীয় উইকেট জুটিতে...