বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত খ্যাতনামা গণসঙ্গীতশিল্পী মাহমুদ সেলিম। গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমানের প্রয়াণের পর সংগঠনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র অনুযায়ী, সহ-সভাপতিদের মধ্যে প্রথমজন হিসেবে এই দায়িত্বভার পান তিনি। সভায় নেওয়া অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো আগামী ২৯ অক্টোবর উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। কেন্দ্রীয় সংসদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে দেশব্যাপী সব জেলা ও শাখা সংসদ নানা কর্মসূচি হাতে নেবে। এ উপলক্ষে সারাদেশে উদীচীর সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে ব্যাপক কর্মতৎপরতা দেখা যাবে বলে জানানো হয়। সভায় মাহমুদ সেলিমের সভাপতিত্বে সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড যথাযথভাবে পরিচালনার জন্য ১০টি সম্পাদকীয় বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়। পাশাপাশি দেশে ৯টি এবং বিদেশে ১টি—সব মিলিয়ে মোট ১০টি সাংগঠনিক...