১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম নব্বই দশকের সোনালী সংগীত অধ্যায়ের একজন সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার। প্রয়াত সঞ্জীব চৌধুরীর সঙ্গে একাত্ম হয়ে নব্বই দশকের মাঝামাঝি সময়ে ‘দলছুট’ ব্যান্ডের মাধ্যমে মিউজিক ইন্ডাস্ট্রিতে দীপ্ত পদচারণা শুরু হয় তার। ’৯৭ সালে দলছুটের প্রথম অ্যালবাম ‘আহ্’ প্রকাশের পর দারুণভাবে গ্রহণ করেন শ্রোতারা। প্রথম অ্যালবাম দিয়েই জনপ্রিয় ব্যান্ড হয়ে ওঠে দলছুট। শুরুর সময়ের সেই সব স্মৃতি মনে করে নস্টালজিক হয়ে পড়েন বাপ্পা। আজিজ সুপার মার্কেটের আড্ডায় সঞ্জীব চৌধুরীর সঙ্গে গানের ভাবনাগুলো শেয়ার করা, একেকটা গান তৈরিতে রাত ভোর হয়ে যাওয়া, গানের লিরিক ও সুর নিয়ে চুলছেঁড়া বিশ্লেষণ, প্রথম রেকডির্ংয়ের উত্তেজনা, কনসার্টের নানারকম অভিজ্ঞতা, ভক্তদের পাগলামি প্রায়শই নাড়া দিয়ে যায় স্মৃতির দরোজায়। সেই সব স্মৃতিকথা দর্শকদের সঙ্গে ভাগাভাগি করতে মাছরাঙা টেলিভিশনের...