দাপুটে জয়ে এশিয়া কাপ শুরু করেছে পাকিস্তান। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে তারা হারিয়েছে ৯৩ রানের ব্যবধানে। শুরুতে টস জিতে ব্যাটিং করা পাকিস্তানকে ৭ উইকেটে ১৬০ রানে আটকে দিয়েছিল ওমান। ইনিংসটাকে হয়তো নিখুঁত বলা যাবে না, কিন্তু দুবাইয়ের স্লো উইকেটে ১৬০ রান ছিল যথেষ্ট! কারণ পাকিস্তানের দুর্দান্ত বোলিংয়ে ১৬.৪ ওভারে ৬৭ রানে অলআউট হয়েছে ওমান। স্পিনাররাই ছিলেন মূল কারিগর। পাওয়ার প্লেতে ওমানের দুই ওপেনারকে তুলে তাদের চাপে ফেলেন অফস্পিনার সাইম আইয়ুব। বল হাতে উইকেট উৎসবে পরে যোগ দেন রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম ও ডানহাতি পেসার ফাহিম আশরাফও। প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন। তাছাড়া বামহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ ও লেগ স্পিনার আবরার নেন একটি করে উইকেট। শাহীন শাহ আফ্রিদিও শিকার করেন একটি। ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ওমান নিয়মিত উইকেট হারিয়ে...