বোলিং বেশ ভালোই করল ওমান। শেষ ১০ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্যটা রাখল নাগালে। কিন্তু ব্যাটিংয়ে দাঁড়াতেই পারল না তারা। মোহাম্মদ হারিসের ফিফটির পর বোলারদের নৈপুণ্যে অনায়াস জয়ে শুভসূচনা করল পাকিস্তান। এশিয়া কাপের নবাগত দল ওমানের বিপক্ষে ‘এ’ গ্রুপের ম্যাচে পাকিস্তানের জয় ৯৩ রানে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ১০ ওভারে ১ উইকেটে ৮৫ রানের শক্ত অবস্থানে থেকে ১৬০ রানে থামে পাকিস্তান। জবাবে ওমান গুটিয়ে যায় ৬৭ রানে। পাকিস্তানের জয়ের নায়ক হারিস। তিন নম্বরে নেমে ৭ চার ও ৩ ছক্কায় ৪৩ বলে ৬৬ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরার স্বীকৃতি পান এই কিপার-ব্যাটসম্যান। যে কোনো সংস্করণে এই দুই দলের প্রথম সাক্ষাতে টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুটা ভালো ছিল না। ম্যাচের দ্বিতীয় বলে বিদায় নেন সাইম আইয়ুব। পরের ওভারে আরেকটি উইকেট পেতে পারত...