প্রতিপক্ষ পুঁচকে ওমান, আইসিসি র্যাঙ্কিংয়ে যাদের অবস্থান প্রথম পাতার ঠিক শেষে, ২০ নম্বরে। এমন এক দলের বিপক্ষে র্যাঙ্কিংয়ের সাতের লড়াইটা যেমন হওয়া প্রয়োজন ছিল, পাকিস্তান ঠিক তাই করেছে। পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে ওমানের বিপক্ষে। ৯৩ রানে হারিয়েছে ওমানকে। তাতে এশিয়া কাপে তাদের শুরুটা হলো বেশ দাপুটে। প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ৭ উইকেটে ১৬০ রান। শুরুটা ভালো হয়নি। পাঁচ ওভার শেষে দলীয় সংগ্রহ ছিল মাত্র ৩১ রান। সাইম আইয়ুব শূন্য রানে ফেরেন। ফারহানকে ২৯ বলে ২৯ রান করতে সংগ্রাম করতে হয়। তবে ইনিংসের ধারা পাল্টে দেন মোহাম্মদ হারিস। ৪৩ বলে ৬৬ রান করেন তিনি। তার ইনিংসে ছিল দারুণ সব শট। ষষ্ঠ ওভার থেকে আক্রমণ শুরু করেন হারিস। একাই দলকে টেনে নেন সামনে। অমির কালিম তার উইকেট নিলেও কাজ হয়ে গিয়েছিল।...