পৃথিবীর বিভিন্ন দেশে সরকার পরিবর্তনের ঢেউ লেগেছে। প্রকাশ্য পরিবর্তনে তরুণ প্রজন্ম নেতৃত্ব দিলেও, নেপথ্যে রয়েছে দেশ-বিদেশের রাজনৈতিক শক্তি। বিশেষ করে, দক্ষিণ এশিয়ায় এই ঢেউ যেন আছড়ে পড়েছে। এর মূল কথা হচ্ছে, সেই দেশের অভ্যন্তরীণ রাজনীতির গতিপথ এবং শাসক নির্বাচন করা। ১৯৫১ সালের আগে নেপালে রাজা ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী। তারা বংশানুক্রমে প্রধানমন্ত্রীর পদ দখলে রাখতেন। কিন্তু গণতন্ত্রপন্থি আন্দোলনের চাপে সে শাসন ভেঙে পড়ে। এর মধ্য দিয়েই শুরু হয় সংসদীয় গণতন্ত্রের যাত্রা। গত কয়েক বছরে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। গত তিন বছরে ভারতের প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন হচ্ছে। শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট, পাকিস্তানে ইমরান খানের ক্ষমতাচ্যুতি থেকে শুরু করে বাংলাদেশে শাসনব্যবস্থার পরিবর্তন প্রতিটি ক্ষেত্রে দেখা গিয়েছে পরিচিত চিত্রনাট্য: ব্যাপক গণবিক্ষোভ, সরকার পতন। সামাজিক মাধ্যমগুলো নিষিদ্ধ করার...