পরপর দুই ম্যাচে দেখা গেল একই দৃশ্য। প্রকৃতির বাধায় ভেস্তে গেল ইংল্যান্ড ও বাংলাদেশের চতুর্থ যুব ওয়ানডেও। স্বাগতিকদের ইনিংসের শেষ দিকে বৃষ্টি হানা দেওয়ার পর আর খেলাই হলো না। বেকেনহামে শুক্রবার চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হয় ইংল্যান্ড ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। ৪৫ ওভারে তারা ৫ উইকেটে ২৭৯ রান করার পর বৃষ্টি নামে। ইংল্যান্ডের হয়ে অপরাজিত ৯৩ রান করেন দলটির অধিনায়ক টমাস হেনরি সিডনি রু। ৮৬ বলের ইনিংসে ৪টি ছক্কা ও ৭টি চার মারেন তিনি। এছাড়া রালফি আলবার্ট ২ ছক্কা ও ৫টি চারে ৪৩ বলে ৫২ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে একটি করে উইকেট পান আল ফাহাদ, আজিজুল হাকিম, সামিউন বাশির, স্বাধীন ইসলাম ও রিজান হোসেন। সিরিজের তৃতীয় ম্যাচও বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। সেদিন ১৮ ওভার ব্যাটিং...