বাংলাদেশ এখন যারা কোচিং করান, তাদের মধ্যে মোহাম্মদ সালাউদ্দীন (তিনি জাতীয় দলের সঙ্গে আবুধাবিতে) ছাড়া সবাই রয়েছেন। মিজানুর রহমান বাবুল, সোহেল ইসলাম, রাজিন সালেহ, জাহাঙ্গীর আলম, হান্নান সরকার, তুষার ইমরান, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, নাসিরুদ্দীন ফারুক কে নাই? পুরোদস্তুর কোচিং করান আর বিপিএল বা অন্য কোনো আসরে স্পেশালিস্ট ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন, প্রায় সবাই আছেন ২ অস্ট্রেলিয়ান অ্যাশলে রস আর ইয়ান রেনশো’র তিনদিনের ওয়ার্কশপে। কিন্তু তিনদিনের এ ওয়ার্কশপে দেখা যায়নি একজনকে। তিনি খালেদ মাহমুদ সুজন। সুজন কি অংশ নেননি এ কোচেস ওয়ার্কশপে? উত্তর খুঁজতে গিয়ে মিললো বোম ফাটানো তথ্য। ‘আমাকে ওই ওয়ার্কশপে দেখবেন কি করে? আমাকে তো ডাকাই হয়নি। আমি কোন আমন্ত্রন পাইনি।’সুজনের ক্ষোভমাখা ঝাঁঝালো বক্তব্য, ‘আমার দেশের ক্রিকেট উন্নয়নে একটা কার্যক্রম হাতে নেয়া হয়েছে। দু’জন অস্ট্রেলিয়ান এক্সপার্ট এসেছেন।...